ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হিরোর ই-বাইক এক চার্জে চলবে ১০০ কিলোমিটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

এই প্রথম ইলেকট্রিক বাইক আনল ভারতের জনপ্রিয় টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান হিরো। মডেল ‘হিরো ড্যাশ’।/5

ইলেকট্রিক বাইক বা স্কুটার মানেই স্টাইলের সঙ্গে আপোষ, এমনটা ভাবার দিন শেষ। হিরো ই-বাইকের ডুয়াল টোন রং ও গ্রাফিক্স মন টানবে ক্রেতাদের। এতে থাকছে এলইডি হেডলাইট ও ডিআরএল। ইউএসবি পোর্ট, টিউবলেস টায়ার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো সুবিধা থাকছে হিরো ড্যাশে।

 

ভারতীয় রাস্তার কথা মাথায় রেখেই বানানো হয়েছে হিরো ড্যাশ। স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিলিমিটার।

বাইকটিতে   ৪৮ ভোল্ট ও ২৮ অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে। একবার চার্জে প্রায় ৬০ কিলোমিটার চলবে হিরো ড্যাশ। একবার সম্পূর্ণ চার্জ দিতে লাগবে প্রায় ৪ ঘণ্টা। থাকছে ডুয়াল ব্যাটারির অপশনও। সেক্ষেত্রে প্রায় ১০০ কিলোমিটার যাওয়া যাবে একবার চার্জে।

ভারতে হিরো ড্যাশের বেজ সংস্করণের দাম ৬৮ হাজার ৭২১ রুপি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে তিনজনকে কুপিয়ে জখম বাড়ি ভাঙচুর

হিরোর ই-বাইক এক চার্জে চলবে ১০০ কিলোমিটার

আপডেট সময় ০৪:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
তথ্যপ্রযুক্তি ডেস্ক:

এই প্রথম ইলেকট্রিক বাইক আনল ভারতের জনপ্রিয় টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান হিরো। মডেল ‘হিরো ড্যাশ’।/5

ইলেকট্রিক বাইক বা স্কুটার মানেই স্টাইলের সঙ্গে আপোষ, এমনটা ভাবার দিন শেষ। হিরো ই-বাইকের ডুয়াল টোন রং ও গ্রাফিক্স মন টানবে ক্রেতাদের। এতে থাকছে এলইডি হেডলাইট ও ডিআরএল। ইউএসবি পোর্ট, টিউবলেস টায়ার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো সুবিধা থাকছে হিরো ড্যাশে।

 

ভারতীয় রাস্তার কথা মাথায় রেখেই বানানো হয়েছে হিরো ড্যাশ। স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিলিমিটার।

বাইকটিতে   ৪৮ ভোল্ট ও ২৮ অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে। একবার চার্জে প্রায় ৬০ কিলোমিটার চলবে হিরো ড্যাশ। একবার সম্পূর্ণ চার্জ দিতে লাগবে প্রায় ৪ ঘণ্টা। থাকছে ডুয়াল ব্যাটারির অপশনও। সেক্ষেত্রে প্রায় ১০০ কিলোমিটার যাওয়া যাবে একবার চার্জে।

ভারতে হিরো ড্যাশের বেজ সংস্করণের দাম ৬৮ হাজার ৭২১ রুপি।