ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হিরোর ই-বাইক এক চার্জে চলবে ১০০ কিলোমিটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

এই প্রথম ইলেকট্রিক বাইক আনল ভারতের জনপ্রিয় টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান হিরো। মডেল ‘হিরো ড্যাশ’।/5

ইলেকট্রিক বাইক বা স্কুটার মানেই স্টাইলের সঙ্গে আপোষ, এমনটা ভাবার দিন শেষ। হিরো ই-বাইকের ডুয়াল টোন রং ও গ্রাফিক্স মন টানবে ক্রেতাদের। এতে থাকছে এলইডি হেডলাইট ও ডিআরএল। ইউএসবি পোর্ট, টিউবলেস টায়ার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো সুবিধা থাকছে হিরো ড্যাশে।

 

ভারতীয় রাস্তার কথা মাথায় রেখেই বানানো হয়েছে হিরো ড্যাশ। স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিলিমিটার।

বাইকটিতে   ৪৮ ভোল্ট ও ২৮ অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে। একবার চার্জে প্রায় ৬০ কিলোমিটার চলবে হিরো ড্যাশ। একবার সম্পূর্ণ চার্জ দিতে লাগবে প্রায় ৪ ঘণ্টা। থাকছে ডুয়াল ব্যাটারির অপশনও। সেক্ষেত্রে প্রায় ১০০ কিলোমিটার যাওয়া যাবে একবার চার্জে।

ভারতে হিরো ড্যাশের বেজ সংস্করণের দাম ৬৮ হাজার ৭২১ রুপি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

হিরোর ই-বাইক এক চার্জে চলবে ১০০ কিলোমিটার

আপডেট সময় ০৪:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
তথ্যপ্রযুক্তি ডেস্ক:

এই প্রথম ইলেকট্রিক বাইক আনল ভারতের জনপ্রিয় টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান হিরো। মডেল ‘হিরো ড্যাশ’।/5

ইলেকট্রিক বাইক বা স্কুটার মানেই স্টাইলের সঙ্গে আপোষ, এমনটা ভাবার দিন শেষ। হিরো ই-বাইকের ডুয়াল টোন রং ও গ্রাফিক্স মন টানবে ক্রেতাদের। এতে থাকছে এলইডি হেডলাইট ও ডিআরএল। ইউএসবি পোর্ট, টিউবলেস টায়ার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো সুবিধা থাকছে হিরো ড্যাশে।

 

ভারতীয় রাস্তার কথা মাথায় রেখেই বানানো হয়েছে হিরো ড্যাশ। স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিলিমিটার।

বাইকটিতে   ৪৮ ভোল্ট ও ২৮ অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে। একবার চার্জে প্রায় ৬০ কিলোমিটার চলবে হিরো ড্যাশ। একবার সম্পূর্ণ চার্জ দিতে লাগবে প্রায় ৪ ঘণ্টা। থাকছে ডুয়াল ব্যাটারির অপশনও। সেক্ষেত্রে প্রায় ১০০ কিলোমিটার যাওয়া যাবে একবার চার্জে।

ভারতে হিরো ড্যাশের বেজ সংস্করণের দাম ৬৮ হাজার ৭২১ রুপি।