ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হৃত্বিক তো কখনো ক্ষমা চায়নি:কঙ্গনা

বিনোদন ডেস্ক:

হৃত্বিকের সঙ্গে কঙ্গনার সমস্যা যেনো সমাধান হচ্ছেই না। কিছুদিন পর পর পুরোনো এই ঘটনা উঠে আসে সামনে। বিচ্ছেদের পর যেন কঙ্গনা-হৃত্বিকের সম্পর্কের জটিলতা বেড়েই চলছে। সেই জটিলতা ও বিতর্কই আবারো উসকে দিলেন কঙ্গনা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, ‘যদি কোনও দিন ঘুম থেকে উঠে দেখেন আপনি হৃত্বিক রোশন হয়ে গিয়েছেন, তা হলে কী করবেন’ প্রশ্ন শুনেই থমথমে হয়ে যায় কঙ্গনার মুখ। তবে উত্তর যেন তৈরিই ছিল কঙ্গনার। ‘হৃত্বিকের জায়গায় থাকলে আমি সবার আগে কঙ্গনার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতাম। হৃত্বিক তো কখনো ক্ষমা চায়নি।’

এই মন্তব্যের ফলেই যেন আবার নতুন করে কঙ্গনা-হৃত্বিকের বিচ্ছেদ নিয়ে জলঘোলা তৈরি হয়। শুধু তাই নয়, এদিন আরও একটি বিতর্ক দানা বাধে। পরোক্ষভাবে সালমান খানকেও এদিন আক্রমণ করতে ছাড়লেন না কঙ্গনা। তাকে প্রশ্ন করা হয়, সালমান হয়ে ঘুম থেকে উঠতেন তা হলে কী করতেন, কঙ্গনার অকপট উত্তর, ‘মিডিয়ার কান ধরে মুলে দেব। কারণ সালমান খান করলে কেউ কিছু বলে না। আমি করলেই যত দোষ।’

হৃত্বিকের সঙ্গে সম্পর্কের কারণে অনেক কাজেও সুবিধা পেয়েছেন কঙ্গনা। এই ধরনের কথায় কঙ্গনা বলেন, ‘আমার ক্যারিয়ারে কিভাবে উঠেছে এটি সবার জানা। অন্য নায়িকাদের মতো বড় কোনো নায়কের সঙ্গে অভিনয় করে আম এই পর্যায় আসিনি। নিজের পরিশ্রমেই এসেছি। এখন পর্যন্ত প্রযোজকরা আমার ওপর সেই ভরসা করতে পারেন। সেটিকে আমি শ্রদ্ধা করি। এই সময় এসে যদি এই ধরনের কথাও শুনতে হয় সেটি দুঃখজনক। আর যারা এগুলো বলেন তাদের উচিত আমার সম্পর্কে ভালো করে জেনে আসা।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

হৃত্বিক তো কখনো ক্ষমা চায়নি:কঙ্গনা

আপডেট সময় ০৪:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
বিনোদন ডেস্ক:

হৃত্বিকের সঙ্গে কঙ্গনার সমস্যা যেনো সমাধান হচ্ছেই না। কিছুদিন পর পর পুরোনো এই ঘটনা উঠে আসে সামনে। বিচ্ছেদের পর যেন কঙ্গনা-হৃত্বিকের সম্পর্কের জটিলতা বেড়েই চলছে। সেই জটিলতা ও বিতর্কই আবারো উসকে দিলেন কঙ্গনা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, ‘যদি কোনও দিন ঘুম থেকে উঠে দেখেন আপনি হৃত্বিক রোশন হয়ে গিয়েছেন, তা হলে কী করবেন’ প্রশ্ন শুনেই থমথমে হয়ে যায় কঙ্গনার মুখ। তবে উত্তর যেন তৈরিই ছিল কঙ্গনার। ‘হৃত্বিকের জায়গায় থাকলে আমি সবার আগে কঙ্গনার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতাম। হৃত্বিক তো কখনো ক্ষমা চায়নি।’

এই মন্তব্যের ফলেই যেন আবার নতুন করে কঙ্গনা-হৃত্বিকের বিচ্ছেদ নিয়ে জলঘোলা তৈরি হয়। শুধু তাই নয়, এদিন আরও একটি বিতর্ক দানা বাধে। পরোক্ষভাবে সালমান খানকেও এদিন আক্রমণ করতে ছাড়লেন না কঙ্গনা। তাকে প্রশ্ন করা হয়, সালমান হয়ে ঘুম থেকে উঠতেন তা হলে কী করতেন, কঙ্গনার অকপট উত্তর, ‘মিডিয়ার কান ধরে মুলে দেব। কারণ সালমান খান করলে কেউ কিছু বলে না। আমি করলেই যত দোষ।’

হৃত্বিকের সঙ্গে সম্পর্কের কারণে অনেক কাজেও সুবিধা পেয়েছেন কঙ্গনা। এই ধরনের কথায় কঙ্গনা বলেন, ‘আমার ক্যারিয়ারে কিভাবে উঠেছে এটি সবার জানা। অন্য নায়িকাদের মতো বড় কোনো নায়কের সঙ্গে অভিনয় করে আম এই পর্যায় আসিনি। নিজের পরিশ্রমেই এসেছি। এখন পর্যন্ত প্রযোজকরা আমার ওপর সেই ভরসা করতে পারেন। সেটিকে আমি শ্রদ্ধা করি। এই সময় এসে যদি এই ধরনের কথাও শুনতে হয় সেটি দুঃখজনক। আর যারা এগুলো বলেন তাদের উচিত আমার সম্পর্কে ভালো করে জেনে আসা।’