মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় নিজ হাতে তৈরি ইফতার সামগ্রী নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে সাধারণ খেটে খাওয়া ভাসমান মানুষের মধ্যে বিতরণ করেছেন পৌর আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ মেহেদী হাসান।
কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) নির্দেশে” আজ বৃষ্টি উপেক্ষা করেই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইসমাইল স্যার ক্লাব এর সহযোগীতা ফুটবল খেলোয়ার ও পৌর সদর রোডসহ বিভিন্ন সড়কে অসহায় ৩শ” মানুষের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেন তিনি।
যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ মেহেদী হাসান বলেন, এই ইফতার বিতরণ আমার কাছে জীবনের অন্যতম আনন্দের এক মুহূর্ত মনে হয়েছে। কারণ এসব মানুষ ইফতার পেয়ে যে খুশি হয়েছেন তা দেখে আমার মন ভরে গেছে। আমি চেষ্টা করছি, আমার আয়োজনটা আরেকটু বড় করার।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, নিটল নিলয় গ্রুপের কর্মকর্তা আরাফাত হোসেন সরকার, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, (প্রিন্স), স্বেচ্ছাসেবক লীগ দপ্তর সম্পাদক মো. আমির হোসেন, সোহা এন্ড সাফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সামসুজ্জামান প্রমূখ।