মো: তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় সম্প্রতি ৪২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় হোমনা থানা পুলিশকে পুরস্কৃত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার)।
মঙ্গলবার ১৪ ই মার্চ কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রক বিষয়ক কর্মশালা অনুষ্ঠান থেকে আইজিপির দেয়া পুরুস্কারটি কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এর নিকট থেকে হোমনা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ও ওসি তদন্ত রিপন বালা এই পুরুস্কার গ্রহণ করেন।
পরে থানায় হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা এসব উদ্ধার কাজে অবদান রাখা অফিসার এস আই নিভূ রঞ্জন দত্ত ও এ এস আই মাসুদ রানার হাতে পুরুস্কার তুলে দেন।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাননীয় আইজিপি স্যারের এই পুরস্কার আমাদের কর্মস্পৃহা বৃদ্ধি করতে সহায়তা ও উৎসাহ যোগাতে আরো কাজ করবে। বাংলাদেশ পুলিশ প্রধান মাননীয় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এছাড়া তিনি আরো বলেন, এ অর্জন হোমনাবাসীর এ অর্জন থানার পুলিশের প্রতিটির সদস্যের। মাদকমুক্ত করতে হোমনা উপজেলা সর্বস্তরের মানুষের সহযোগিতা চান তিনি।