মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় কোভিড-১৯ করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী)।
রবিবার সকাল সাড়ে ১১ টা দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স জানারা বেগম প্রথমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারকে ডোজ টিকা গ্রহন করে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
পরে জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো.শহীদুল্লাহ্ শরীরে এই ভ্যাকসিন দেওয়া হয়।
জানা গেছে, সম্মুখ সারির করোনা যোদ্ধা ডাক্তার, নার্স, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সহ যারা রয়েছে তারাই আগে টিকা গ্রহন করবেন।টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, উপজেলা আওয়ামীলীগসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।