হোমনা (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার হোমনা উপজেলায় পরিত্যক্ত জমি থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে বাগমারা- কাচারীকান্দি পরিত্যক্ত কৃষি জমি থেকে ছেলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা হোমনা থানা পুলিশকে অবহিত করলে বিকেল ৩ টায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।
হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র জানান, ধারণা করা হচ্ছে সিজারিয়ান অপারেশনের পর লাশটি এখানে ফেলে গেছে। শিশুটির নাভিতে ক্লিনিকের ক্লিপ ও মেয়েদের জামা দিয়ে পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। পরে লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন ও কাউন্সিলরের উপস্থিতিতে দাফন করা হয় ।
স্থানীয় কাউন্সিলর আবুল হোসেন বলেন, আমরা মর্মাহত। পরে সকলের উপস্থিতে শিশুটির স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে ।