মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ইয়াবাসহ চার বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী জসিম উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইকবাল মনির ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বড় ঘারমোড়া গ্রামে তার বাড়ির সামনে থেকে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশি করে তার কাছ থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামের মো. আবদুল মালেকের ছেলে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীকে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জসীম চার বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে আরো পনেরোটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান।