মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতির গতিশীলতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয় ।
এসময় বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানেরর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহীদ আহম্মেদ জাকির।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, হোমনা ফায়ার সার্ভিসের লিডার মাসুম মিয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলেটেটর খালিদ মোস্তাফিজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।