মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
শোকাবহ ১৫ আগস্ট ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লার হোমনায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে আজ বিকেলে হোমনা পৌরসভা কার্যালয়ে দলীয় অংঙ্গসংগঠনের সকল নেতা কর্মি ও জনপ্রতিনিধি পৌর মেয়র ও ৯টি ওয়ার্ডের পৌর কাউন্সিলরসহ নেতাকর্মীর বুকে কালোব্যাজ ধারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী)। উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সভাপতি নাছিমা আক্তার রিনা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.গাজী মো. ইলিয়াছ, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা যুগ্ন সাধারণ সস্পাদক সাদেক সরকার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারসহ আরো অনেকে।
সভায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে ওই দিন নেতাকর্মীদের কালোব্যাজ ধারন, কোরনখানি, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর প্রতি পুষ্পমাল্য অর্পণ, কাঙ্গালীভোজ, শোক র্যালি ও শোকসভা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়।