মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় দ্বিতীয় দফায় হতদরিদ্র কর্মহীন খেটে খাওয়া ৫ শ” পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদ-উল ফিতর ও করোনাভাইরাস দূর্যোগপূর্ন মুহূর্তে মানুষগুলো মাঝে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র নির্দেশে” জয়পুর গ্রামের কৃতি সন্তান ও দুবাই প্রবাসী মোহাম্মদ হোসাইন মনিরের নিজস্ব অর্থায়নে জয়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিজে উপস্থিত থেকে মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
দুবাই প্রবাসী মোহাম্মদ হোসাইন মনির বলেন,আমার ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমত এলাকার অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছি। ভবিষ্যতেও তাদের পাশে থেকে সাধ্যমতে অসহায় মানুষের পাশে থাকার চেস্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
খাদ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন,নিটল নিলয় গ্রুপের কর্মকর্তা আরাফাত হোসেন সরকার, উপজেলা তাঁতী লীগের সভাপতি হারুন আর রশিদ, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, (প্রিন্স), পৌর যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ মেহেদী হাসান প্রমুখ।