মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় কবরস্থানের উন্নয়ন মূলক কাজের ফলক উন্মোচন করেছেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুললাপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের গাজী বাড়িতে এই কাজের ফলক উন্মোচন করেন তিনি। পরে সেলিমা আহমাদ এমপি এলাকাবাসীর উদ্যোগে উপজেলার দৌলতপুর,মিঠাইভাঙ্গা,আড়ালিয়াকান্দি গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষে দৌলতপুর বাজারে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার, আওয়ামীলীগ নেতা গাজী মো.স্বপনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।