মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও মাদ্রাসার ছাত্রসহ ১৮ জন আহত হয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের ফজুরকান্দি, ছোটঘারমোড়া,বড় ঘারমোড়া ও জয়পুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
এদের মধ্যে ১৬ জন ২৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিদের ঢাকায় প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৩ টার দিকে একটি পাগলা কুকুর ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে কুকুরটি উপজেলার ফজুরকান্দি, ছোটঘারমোড়া,বড়ঘারমোড়া ও শ্রীপুর গ্রামে নারী, শিশু ও মাদ্রাসার ছাত্র সহ ১৮ জনকে কামড় দেয়। এদের মধ্যে ১০ জন শিশু ৩ জন নারী ও ৩ জন মাদ্রাসার ছাত্র ২ জন কিশোর রয়েছে। কিন্ত পাগলা কুকুরটিকে মারতে পারেনি এলাকাবাসি।
হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার জানান, কুকুরের কামড়ে আহত ১৮ জন চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্ক টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।