মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ৩ কোটি ৬৪ লক্ষ ৪৯ হাজার ৯১৭ টাকা ব্যয়ে হোমনা পৌর সদর আদর্শ স্কুল হতে চৌরাস্তা হয়ে তিতাস নদী পর্যন্ত পানি নিষ্কাসন আরসিসি ড্রেন (প্রাইমারি ড্রেন) নির্মাণ কাজ এর শুভ উদ্বোধন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ সিআইপি।
শনিবার সকালে হোমনা পৌর সভার আয়োজনে আদর্শ স্কুলের মোড় থেকে এইনির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মোছলেম উদ্দিন, প্যানেল মেয়র সুমন,কাউন্সিলার আব্দুল বাতেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন (ফারুক)ও সাধারন সম্পাদক মনিরুজ্জামানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।