মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় এক প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে দুর্বৃত্তের আগুনে কয়েক লক্ষ টাকার মালামাল আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতে উপজেলার নিলখী ইউনিয়নের স্বর্ণ পাড়া গ্রামের কাতার প্রবাসী মো. আজম খান হারুন রশিদের বাড়ীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে হোমনা থানা পুলিশ।
প্রবাসী পরিবার সূত্রে জানা যায়, তাদের পুরনো বসত ঘরে তালা দিয়ে নির্মিত বিল্ডিং এর গেট বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুরানো বসত ঘরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। দুর্বৃত্তরা ঘরের ভেতরে থাকা নগদ টাকার মালামাল সহ একসাথে করে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এব্যাপারে প্রবাসীর বাবা আবুল কাশেম জানান, দুর্বৃত্তরা ঘরে তালা ভেঙে ঢুকে আমাদের দামী জিনিসপত্র এবং কিছু টাকাসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে।
আমার ধারনা তাঁরা আমাদেরকে হত্যা অথবা বিশাল ক্ষতিগ্রস্থ করার জন্য এসেছিল আমরা সদ্য নির্মিত বিল্ডিং এর ভেতরে থাকায় তারা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি।
প্রশাসনের কাছে জোর দাবি এ বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিলে আমরা প্রবাসী পরিবার সঠিক বিচার পাব।
হোমনা থানা ইনচার্জ আবুল কায়েস আকন্দ ঘটনার সতত্য স্বিকার করে বলেন, এবিষয়ে আমি একটি সংবাদ পেয়েছি তদন্তের জন্য একজন অফিসার কে পাঠিয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।