মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় প্রানিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। এউপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন প্রানিসম্পদ প্রদর্শনী আয়োজন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী এর উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, জেলা প্রানিসম্পদ অফিসার ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, উপজেলা প্রানি সম্পদ অফিসার একে এম বাহারুল ইসলাম তালুকদার, ওসি (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. তমা মনি, ডা. মোরশেদ আলম ও খামারি নাছির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে আসা খামারিদের মধ্যে সার্টিফিকেট পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। জানা যায় প্রানিসম্পদ প্রদর্শনীতে ৪০ টি স্টলে ব্লাড বেঙ্গল জাতের ছাগল উন্নত জাতের ষাড় গাভী ঘোড়া ভেড়া ঘাস কাটার মেশিন কাঠবিড়ালি কবুতর মুরগী ও বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন। এছাড়া একই দিনে সেলিমা আহমাদ এমপি সকালে তিতাস উপজেলা পরিষদ চত্বরে প্রানিসম্পদ প্রদর্শনী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন তিনি।