মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২৫৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক স্থানীয় কৃষক-কৃষানীর মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে কৃষক-কৃষানীর মাঝে সবজির বীজ সার বেড়া পরিচর্যা ও সাইনবোর্ড বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোতাহার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, অন্যান্য কর্মকর্তাসহগন্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায় ,২৫৬ জন কৃষকের মধ্যে প্রতি কৃষক ৪০০ টাকার বীজ সহায়তা, ১৯৩৫ টাকা অ্যাকাউন্টের মাধ্যেমে সার, বেড়া ও পরিচর্যা বাবদ ও সাইনবোর্ড কৃষি প্রণোদনা সহায়তা দেওয়া হচ্ছে।