তপন সরকার হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুরে বিধবাকে বিবস্ত্র করে নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত আসামীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার ২৮মার্চ সকালে রামকৃষ্ণপুর শেখ হাসিনা তিতাস সেতু (ওয়াই ব্রিজ) চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, ছাত্রলীগ, যুবলীগ ও এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আল কাইয়ুম মোল্লা, ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ শুভ, যুবলীগ নেতা আফরোজ খন্দকার, মোঃ আল আমিন, মোঃ আরিফুর রহমান, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহমান, রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক মমিন, ছাত্রলীগ নেতা মো. হাসান মোল্লা প্রমূখ।
এছাড়ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ শফিকুল ইসলাম, রুবেল মিয়া, নেয়ামত উল্লাহ, হাসান সরকার, আতিকুর রহমান হীরা, ওমর ফারুক আমিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবসায়ী মো. সাইদুর রহমান, মোঃ ইমরান হোসেন, আবুল বাসার সরকার, বাদশা কাইয়ুম, শওকত মোল্লা, ইমারুল ভূঁইয়া, যুবলীগ নেতা নাসির উদ্দিন, মনিরুল ইসলাম, সাদ্দাম হোসেন, শরিফুল ইসলাম রিয়াজ, নজরুল ইসলাম।
উল্লেখ্য, গত ২২ মার্চ গভীর রাতে রামকৃষ্ণপুর গ্রামের দক্ষিণ পাড়ার এক বিধবা মহিলার ঘরে সিঁদ কেটে ডুকে মজিবুর রহমান প্রকাশ মইজ্জা ডাকাতের ছেলে আনিছ (২৮) মৃত আফাজ উদ্দিনের ছেলে আসাদুল্লাহ (৪৫) ও শাহজালালের ছেলে সাগর (২২) ওই বিধবাকে নাকে মুখে মেডিসিন মাখা রুমাল চেপে ধরে অজ্ঞান করে। এরপর বিবস্ত্র করে নির্যাতন ও শ্লীলতাহানি করে ঘরের মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২৪ মার্চ হোমনা থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা রুজু করা হয়। মামলার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সম্রাট মইজ্জা ডাকাতের ছেলে আনিছ ও তার সহযোগিদের বিরুদ্ধে মামলা হওয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভুক্তভোগী পরিবারগুলো। তারা এই মানববন্ধনের মাধ্যমে আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান।
এসময় মানবন্ধনে আগত মইজ্জা বাহিনী দ্বারা অত্যাচারিত লোকজন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই মইজ্জা বাহিনী মাদক,চুরি,ডাকাতি সহ হেন কোন অপরাধ নেই যা করেনা, কিন্তু এত দিন ভয়ে তারা মুখ খোলতে সাহস পায়নি । এবার হোমনা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আজিজুল বারী ইবনে জলিলের অপরাধের বিরুদ্ধে শক্ত অবস্থান ও ভুক্তভোগীদের নিরাপত্তা বিধানে কার্যকর ভুমিকায় তারা সাহস পেয়েছেন এবং মইজ্জা বাহিনীর শাস্তির দাবীতে রাস্তায় নেমে এসেছেন।
হোমনা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ও.সি) আজিজুল বারী ইবনে জলিল (নয়ন) সাংবাদিকদের বলেন, আমরা ভিকটিমের মানসিক অবস্থা দেখে তার জীবনের নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য মামলা রুজু করেছি। আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে । আশা করি খুব দ্রুতই তাদেরকে আইনের আওতায় আনা যাবে।