তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উলামা পরিষদের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সকাল ৯টা থেকে উপজেলা বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে কয়েক সহস্রাধিক তৌহিদী জনতা উক্ত সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরুর আগেই লোকে-লোকারণ্য হয়ে ওঠে স্টেডিয়াস সহ আশপাশের বিভিন্ন এলাকা। বিক্ষোভ মিছিলটি সেখান থেকে পুরাতন বাস স্ট্যান্ড ও চৌরাস্তা হয়ে পুনরায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে রামকৃষ্ণপুর রহমতপুর এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আবদুল মোতালিব খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি মো. নুরুজ্জামান, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম,মাওলানা আঃ আউয়াল, মাওলানা জাহাঙ্গীর আলম,হাফেজ মাওলানা তাজুল ইসলাম, হাফেজ মো. আতাউর রহমান, মাওলানা বাহা উদ্দিন আশ্রাফ, মুফতি মো. ইউনুস মোর্তুজা, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা সোহেল আহমাদ মারুফী, মাওলানা রুহুল আমিনসহ আরোও অনেকে।
এ সময় বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্ব মানবতার প্রতীক মানবতার মুক্তির দিশারী ও অগ্রদূত মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় বিশ্ব-মুসলিম আজ চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। আমরা মনে করি রাসূলের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ বৈশ্বিক জঙ্গিবাদ সৃষ্টির পাঁয়তারা ছাড়া আর কিছু নয়। এর থেকে প্রত্যেক মুসলমানকে সর্তক থাকার পরামর্শ দেন। সমাবেশে থেকে সরকারের নিকট ৬ দফা প্রস্তাবনা পেশ করে দাবি জানানো হয়।
দাবিগুলো হল- ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন তাদের সব পণ্য বর্জন ন্যক্কারজনক এ ঘটনার জন্য জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করতে হবে। নইলে আন্দোলন অব্যহত থাকবে বলে হুশিয়ারি দেন তাঁরা।