মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়া কান্দি মদিনাতুল উলুম হাফিজিয়া শিশু সদন মাদ্রাসায় ৪০ জন এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ।
শনিবার সকাল ১১ টার দিকে স্থানীয় সংসদ সদস্যের নিজ বাসভবন পাথালিয়াকান্দিস্থ তাঁর নিজস্ব অর্থায়নে হাফেজ শাখায় অধ্যয়নরত এতিম ছাত্রদের মাঝে এইসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস, উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সরকার, ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকানুল ইসলাম পলাশ, হাফিজিয়া মাদ্রাসার কোষাধক্ষ্য মো. তাজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ, যুবলীগ নেতা শামসুজ্জামান, হারুন-অর-রশিদ, আনোয়ার খান, হোমনা ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা শুভসহ দলীয় নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জানা যায় সেলিমা আহমাদ এমপি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তার নিজস্ব অর্থায়নে হোমনা-তিতাস দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছেন।