মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় মুজিব বর্ষের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে কৃষ্ণচুরা গাছের চারা রোপন করেন তিনি।
পরে উপজেলা পরিষদ মিলানায়তনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে নবাগত উপজেল নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত ইউএনও রুমন দে এর সভাপতিত্বে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ,সুশিল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সেলিমা আহমাদ এমপি নবাগত ইউএনও রুমন দে কে ফুলের তোরা উপহার দেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক গাজী মো.ইলিয়াস, সদস্য ও ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, বীরমুক্তিযোদ্ধা মো.হুমায়ন কবির, থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূইয়া, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার প্রমুখ।