মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি:
হোমনায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী জয় বাংলা শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে পাথালিয়াকান্দি দক্ষিণপাড়া মিনি ক্রিকেট মাঠে তরুণ ছাত্র যুব সমাজের উদ্যোগে জয় বাংলা শর্টপিচ উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা (উ:) জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, বিশেষ অতিথি ছিলেন, সাহা এন্ড সাফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.শামসুজ্জামান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. তাইজুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মো. তাজুরুল ইসলাম সরকার, যুবলীগ নেতা আনোয়ার হোসাইন খাঁন, যুবলীগ নেতা শামীম চৌধুরীসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহণ করবে। আজ প্রথম রাউন্ডে খেলায় ঘনিয়ারচর কে ৫ রানে হারিয়ে খোদেদাউদপুর দল জয়লাভ করে।