মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে হোমনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পরে সকালে তিতাস উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
এদিকে হোমনা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গণ পাঠাগার এর ব্যবস্থাপনায় উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে অমর একুশে বইমেলা ফিতা ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিমা আহমাদ পাশাপাশি বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
পরে হোমনা-তিতাস দুই উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সন্মেলন কক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে রচনা,কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এই সময় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’ তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোরশেদ, হোমনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র মো. নজরুল ইসলাম, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, হোমনা উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, হোমনা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, জেলা পরিষদ এর সদস্য মহিউদ্দিন খন্দকার, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ও মো. হুমায়ূন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, গণ পাঠাগার পরিচালক আঃ ছালাম ভুঁইয়াসহ দলীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।