মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ঐতিহ্যবাহী ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আছাদপুর ইউনিয়নের আ’লীগের সিনিয়র সভাপতি জনাব মো. সিদ্দিকুর রহমান।
বুধবার উপজেলার শিক্ষা অফিস কক্ষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন বিষয়ে আয়োজিত সভায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সকল সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জনাব মো. সিদ্দিকুর রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
জানা যায়, গত ১৬ জুলাই মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকায় উপজেলা ইউএনও আজগর আলীর নির্দেশে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।অবশেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে ভোটাররা মো. নাঈম ভুঁইয়া, মো.মনির সরকার, মো.আনোয়ার হোসনে, মো. জীবন মিয়াকে অভিভাবক সদস্য নির্বাচিত করেন।এছাড়া ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসবের আমেজ বয়ে যায় তাদের মতে মো. সিদ্দিকুর রহমানের সুযোগ্য নেতৃত্বে বিদ্যালয়টি সাফল্যের পথে এগিয়ে যাবে।
বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি সিদ্দিকুর রহমান জানান, ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়টি অত্যন্ত সুনামধন্য ও ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিত। আমাকে দ্যালয়টির সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ কুমিল্লা২- হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র প্রতি কৃতজ্ঞতা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
এছাড়া ও তিনি সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়া তিনি অত্র প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।