মো. তপন সরকার, হোমনা (কুমিল্রা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলা চান্দেরচর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশাল ইফতার মাফিল ও আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রামকৃষ্ণপুর বাজার লঞ্চঘাটে বাংলাদেশ আওয়ামীলীগ চান্দেরচর ইউনিয়ন শাখা উদ্যোগে ইফতার মাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে চান্দেরচর ইউপি চেযারম্যান মো. আবুল বাশার মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আবুল কাশেম প্রধান, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মহসিন সরকার,উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছ, কুমিল্লা (উঃ) জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য দোলোয়ার হোসেন (ফারুক),সাবেক হোমনা ডিগ্রি কলেজ ছাত্র জি,এস, আব্দুস সালাম ভৃঁইয়াসহ কয়েক শতাধিক নেতৃবৃন্দ মেহমান উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।