মো. তপন সরকার,হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলার পাথালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সমাবেশ উদ্বোধন করেন-বিদ্যালয়ের গর্ভনিংবডির সভাপতি বেগম আয়েশা আমজাদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, মুশির্দ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমিল্লা (উঃ)জেলা তাঁতীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মো, আকবর হোসেন সরকার, সহকারী শিক্ষক শাহনাজ পারভীন, লুৎফুন নাহার, সাবিকু নাহার, আছমা বেগম, তাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রোকসানা ইয়াসমিন প্রখূম। এছাড়াও বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।