শামীম রায়হান, দাউদকান্দি (কুমিল্লা) থেকেঃ
কুমিল্লার হোমনা উপজেলার পৌর বাজারে বুধবার(১ ফেব্রুয়ারী)আনুমানিক ভোর ৬ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ টি দোকান ভস্মিভুত হয়েছে। এতে মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকগন।
জানা যায়,উপজেলার পৌর বাজারে আনুমানিক বুধবার ভোর ৬ টার দিকে একটি মুরগীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করলে ও আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষনিক ভাবে হোমনা ও বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে ৮ টি দোকান ভস্মিভুত হয়ে যায়। এতে ৮টি দোকানের মধ্যে মো. ফারুক উদ্দিনের ৪ টি মুরগীর দোকান,২টি মুদি দোকান,১টি গুরের দোকান এবং মো. হুমায়ুন কবীরের শাহীন ষ্টোর এন্ড হার্ডওয়ারি রয়েছে। দোকানীরা জানান,অগ্নিকান্ডে তাদের ক্ষয়ক্ষতির পরিমান কমপক্ষে ৩০ লাখ টাকা হবে।
হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. সাইদুর রহমান খাঁন জানান দূর্ঘটনার খবর পেয়ে হোমনা ও বাঞ্ছারামপুরের দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ৷ ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।