হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা হোমনা উপজেলার পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদীতে অবাধে চলছে মা ইলিশ নিধন। দিন-রাত ২৪ ঘন্টা কতিপয় অসাধু জেলে নদীতে জাল ফেলে মা ইলিশ ধরলেও দেখার কেউ নেই।
বুধবার উপজেলার শ্রীমদ্দি মোড়ের বাজার, লটিয়া বাজার, টেকের বাজারসহ বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ডিমওয়ালা ইলিশ মাছ বিক্রি করছে মাছ বিক্রেতারা। এছাড়া সকালে অনেক মাছ বিক্রেতাকে ইলিশ মাছ নিয়ে গ্রামের ভিতর হেঁটে হেঁটেও বিক্রি করতে দেখা গেছে।
জানা গেছে, মেঘনা নদী থেকে জেলেদের কাছ থেকে মাছ ক্রয় করে পাইকাররা উপজেলার বিভিন্ন গ্রামে ও বাজারে নিয়ে খুচরা বিক্রি করে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা বদিউল আলম জানান, মা ইলিশ রক্ষায় উপজেলায় আমরা অনেক প্রচারণা চালিয়েছি, নিবন্ধিত জেলেদের সাথে সভাও করেছি, তারপরও যেসব জেলে ইলিশ মাছ ধরছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।