মোর্শেদুল ইসলাম শাজু, বিমেস প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা। এতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান প্রমুখ।