মো.আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকে:
কুমিল্লার হোমনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, শহীদ আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী (র) এর ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং ফারুকী হত্যাকারীদের অতিবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তি ও বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা শাখার আয়োজনে হোমনা প্রেসক্লাব প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুস সালাম।
প্রধান আলোচন হিসেবে বক্তব্য রাখেন- আকবর মৌলবী ও বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দিন আত্তাহেরী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হোমনা উপজেলার সভাপতি মাও. মো. নেছার উদ্দিন,সাধারণ সম্পাদক মাও. মাইনুদ্দিন মাইজভান্ডারি,সহ-সভাপতি মাও. আনোয়ার হোসাইন আল-কাদেরি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা দুলালপুর ইউনিয়নের সভাপতি মাও. ইউনুছ হোসাইন, মাও. মহিউদ্দিন ফারুকী, মাও. সৈয়দ হুসাইন, মাও. রহমত উল্লাহ্ প্রমুখ।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুবসেনা ও ইসলামী ফ্রন্টের উপজেলা, পৌরসভা, পৌর ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন- আল্লামা ফারুকী ইসলামের মুলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সঠিক রূপরেখা সাধারণ মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে রেডিও, স্যাটেলাইট চ্যানেল আই টিভি ও মাই টিভিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে নিজেকে সুদীর্ঘ ৫টি বছর নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বিশেষত তার সুনিপুণ উপস্থাপনায় চ্যানেল আই’র “কাফেলা” অনুষ্ঠানের সচিত্র উপস্থাপনায় যখন জনপ্রিয়তার তুঙ্গে।
শুধু তাই নয় দেশের অসংখ্য ওলামা-মাশায়েখ, বুদ্ধিজীবি, সাংবাদিক, আইনজীবি, শিক্ষক, ছাত্রসহ সর্বস্তরের সুন্নী মুসলমানদের নিকট ছিলেন অতি পরিচিত ও সম্মানিত। সুফি তাত্বিক চিন্তাধারা ও সুন্নীয়ত ভিত্তিক দর্শন প্রচারে তিনি ছিলেন আপোষহীন। তাই শত্রু পক্ষ তার কণ্ঠরোধ করার জন্য রসূল বিদ্বেষী জঙ্গি মতবাদে বিশ্বাসী কিছু ব্যক্তির নির্দেশনায় আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকী (র) কে হত্যার মাধ্যমে শহীদ করা হয়। তাই সরকারের নিকট এই নৃশংস ও ঘৃণিত হত্যাকান্ডের সাথে জড়িত হত্যাকারীদের অতিদ্রুত দৃষ্টান্তমুলক শাস্তি ও বিচার কার্য সম্পন্ন করার দাবী জানান। তা না হলে তারা রাজপথে নেমে কঠোর আন্দোলন চালাবেন বলেও হুঁশিয়ার থাকার জন্য বলেন। মানববন্ধন শেষে হোমনা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল ও র্যালী বেড় হয়ে উপজেলা সদরের বিভিন্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।