মো. আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) :
কুমিল্লার হোমনা উপজেলা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় রোডের দক্ষিণ পার্শ্বে অবস্থিত হোমনা ইউনিভার্সেল কম্পিউটার সেন্টার নামক একটি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ৩ ঘটিকার দিকে দোকানের টিনের চাল ও রড কেটে চোর ঘরের ভিতর প্রবেশ করে চুরি করে বলে দোকানের মালিক ওমর ফারুক ও পুলিশ সূত্রে জানা গেছে।
দোকানের মালিক জানায়, এসময় দোকানের ভেতরে থাকা ল্যাপটপ এস টোয়েন্ট্রি ওয়ান ২টি, তশিবা ২টি, লেনোভো ২টি ও ডেল ৫টি, সিম্পোনি মোবাইল ৮টি, তার নিজের ব্যবহৃত ১টি স্যামসাং এনড্রোয়েড, কাস্টমার মেরামত করতে দেয়া ১১-১২টি এনড্রোয়েড মোবাইল, ব্লু টুথ মিউজিক বক্স ৫টি, হার্ডিক্স,২ লক্ষ টাকার খুচরা যন্ত্রাংশ এবং নগদ ৮হাজার ৫শত টাকাসহ আনুমানিক প্রায় ৫লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। এব্যাপারে হোমনা থানায় মামলার প্রস্তুতি চলছে।
এবিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন,ঘটনা শুনে এসআই শামীমের নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠিয়েছি। এখন পর্য়ন্ত কোনো লিখিত অভিযোগ পাই নি, অভিযোগ পেলে মামলা নেবো। চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্ঠা চলছে এবং এই চেষ্ঠা অব্যাহত থাকবে। এলাকার কিছু চিহ্নিত চোর আছে,এদেরএনে জিজ্ঞাসাবাদ করবো।