মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (ইউসিসিএ) এর মূলধন ও রাজস্ব বাজেট বাজেট ঘোষণা করা হয়।
ইউসিসিএ লি. এর সভাপতি মো. মেজবাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে সোমবার বেলা ১২টায় বিআরডিবি মিলনায়তনে ৪২তম বার্ষিক সাধারণ সভায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. গোলাম রসুল ২০১৬-’১৭ অর্থ বছরের ওই বাজেট ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা। ২ কোটি ৪ লাখ ৩ হাজার টাকা মূলধন আয় ও ৮০ লাখ ৩ হাজার টাকা মূলধন ব্যয় এবং ২২ লাখ ৮ হাজার টাকা রাজস্ব আয় ও ২২ লাখ ৮ হাজার টাকা রাজস্ব ব্যয় ধরে বাজেট ঘোষণা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. জুলফিকার আলী, ইউসিসিএ লি.’র সহ সভাপতি আক্তার হোসেন, পরিচালক মো. মানিক মিযা, সমবায়ী মফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোতালেব সরকার, মিলনের নেছা প্রমুখ।
সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমবায় সমিতির সভাপতি ও ব্যবস্থাপকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।