আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকে:
কুমিল্লার হোমনায় উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় পৌরসভার ১ টি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৯ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন থেকে ১ টি করে প্রাথমিক বিদ্যালয় ও ১ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টি কলেজসহ মোট ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এতে কলেজ পর্যায়ে হোমনা সরকারি ডিগ্রি কলেজ , মাধ্যমিক পর্যায়ে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক পর্যায়ে হোমনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
উক্ত প্রতিযোগিতায় ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ প্রমুখ। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিনের সঞ্চালনায় বিচারকের দায়িত্ব পালন করেন- উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. রাশেদুল ইসলাম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার খাদিজা আক্তার, সোহাগ ভট্টাচার্জ ও মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।