মো. আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকেঃ
কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে বিশাল মিছিল ও শোভাযাত্রা করেছেন চান্দের চর ইউনিয়ন যুবলীগ।
২২ শে ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ওয়াই ব্রীজে অত্র ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে আগত যুবলীগের ব্যানারে মিছিল এসে জড়ো হয়। ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ সকল নেতাকর্মীদের একত্রিত করে একটি বিশাল গাড়ি বহর নিয়ে ওয়াই ব্রীজ হতে অত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার রায়হান ও সাধারণ সম্পাদক আরিফুল হক সরকার এবং চান্দের চর ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রাথী খন্দকার তাইজুল ইসলাম,উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ফয়জুর রহমান তছলিম এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল শুরু করেন ধীরে ধীরে মিছিলটি বিশাল জনসমুদ্রে পরিনত হয়।
পরে মিছিল নিয়ে নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা উপজেলা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে সম্মেলনে মিলিত হন।
মিছিল ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন- অত্র ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফারুক মমিন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার মো. নেয়ামত উল্লাহ,ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সম্পাদক তানবির আহমেদ মনির ও ফরহাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আফরোজ খন্দকার ও তামিম হাসান রাজু,ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন খন্দকার,সাধারণ সম্পাদক জাহিদুল হাসান রিয়াদ,যুগ্ন-সম্পাদক মো. সাইফুল সরকার,রামকৃষ্ণপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রাসেল আহমেদ শুভ,সাধারণ সম্পাদক হাসান সরকার,ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি কবির খন্দকার, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানসহ আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগি অংঙ্গ-সংসঠনের কয়েক সহ¯্রাধিক নেতা-কর্মী ও জন সমর্থক।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল,উদ্বোধক হিসেবে ছিলেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি।
সভাপতিত্ব করেন- উপজেলা যুবলীগের আহবায়ক খন্দকার নজরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোবারক হোসেন।