মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় এক’শ পিছ ইয়াবাসহ মো. সোহেল মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন হোমনা থানা পুলিশ।
শনিবার উপজেলার চাঁন্দেরচর ইউনিয়নের শোভারমপুর গ্রামের মনোয়ার মিয়ার দোকানের নিকট থেকে হোমনা থানার এস অাই ফারুক ইসলাম সঙ্গীয় ফোর্স সহ জরুরি ডিউটিরত অবস্থায় মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে শোভারামপুর মনোয়ারের দোকানের অাশেপাশে অবস্থান নেন।
এসময় রাতে সন্দেহ জনক দুই ব্যক্তি শোভারামপুর,রামচন্দ্রপুর সংযোগ ব্রীজ পাড় হয়ে মনোয়ারের দোকানের সামনে এসে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের দাওয়া করে একজনকে অাটক করলে ও অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়।
অাটককৃত মাদক ব্যবসায়ী মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উঃ ইউনিয়নের বাখরাবাদ গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে বরখাস্তকৃত চৌকিদার মো. সোহেল (২৫)।
পুলিশ জানানা এসময় তার পকেটে কি অাছে দেখাতে বল্লে সে নিজের হাতে টিস্যূ মোড়ানো একটি প্যাকেট বাহির করে যার মধ্যে ১০০ পিছ ইয়াবা পাওয়া যায়। তার স্বীকারোক্তি জবানবন্ধি মতে পালিয়ে যাওয়া ব্যক্তির নাম আনোয়ার(৪০), পিতা-অজ্ঞাত, সাং-চরলহনিয়া, থানা-বাঞ্ছারামপুর, জেলা-বি-বাড়িয়া। তারা উভয়ে দীর্গদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জরিত বলে জানা যায়।
এব্যাপারে হোমনা থানায় পুলিশ বাদী হয়ে ১৯৯০ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(খ)/২৫ ধারামতে একটি মামলা দায়ের করেন যাহার নং ৮।