মো. আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকেঃ
কুমিল্লার হোমনায় এনামুল হক ইমন সমর্থক গোষ্ঠির উদ্যোগে দোয়া,ইফতার মাহফিল ও অসহায়,দ্ররিদ্র মানুষের মাঝে কাপড় বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে দুলালপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হোমনা উপজেলা যুবলীগ নেতা ও এনামুল হক ইমন সমর্থক জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে দোয়া,ইফতার মাহফিল ও অসহায়,দ্ররিদ্র মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রিয় মুজিব সেনা সংসদের প্রধান উপদেষ্টা, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান,আছাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেক, হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম.আলাল উদ্দিন আলাল, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম কিশোর,উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক গোলাম কিবরিয়া,যুবলীগ নেতা কায়সার আহম্মেদ মমিন, হোমনা উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাধারন সম্পাদক রিপন সরকার, মাথাভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান সরকার, ঘারমোড়া ইউপি সদস্য ও যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব,আছাদপুর ইউপির সাবেক সদস্য জহিরুল ইসলাম জহর প্রমুখসহ হোমনা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের কয়েক সহ¯্রাধিক নেতা কর্মীবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যান ও মঙ্গলকামনার্থে মোনাজাত করা হয়।