মো.তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায়এসএসসি,ভো কেশনাল ও দাখিল পরীক্ষার নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এতে ১৬ জন পরীক্ষাথী অনুপস্থিত ছিলেন ।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছেে, এবছর এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৭৯৬ জন । উপস্থিত ১৭৮৬ জন অনুপস্থিত ১০ জন ।
দাখিলে মোট পরীক্ষার্থী ২৭৮ জন, উপস্থিত ২৭২ জন, অনুপস্থিত-৬ জন । ভোকেশনালে মোট-১৩০ জন। উপস্থিত-১৩০ জন ।
হোমনায় ৩ কেন্দ্রের ৪ ভ্যানুতে এএসসি পরীক্ষা, এক কেন্দ্র দাখিল ও দুই কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।
কেন্দ্র গুলো হচ্ছে হোমনা ১,হোমনা-২( কফিলউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়) দুলালপুর, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় । দাখিল -হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় । ভোকেশনাল- হোমনা আদর্শ ও নিলখী উচ্চ বিদ্যালয় ।