মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধাভিত্তিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আরম্বরপূর্ণভাবে এটি অনুষ্ঠিত হয়।
স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্রীরা যেমন খুশি তেমন সাজো, মেধাভিত্তিক ও ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে সর্বমোট ২৭২টি পুরস্কার লাভ করে।
এতে প্রথম পুরস্কার ৩৫টি, দ্বিতীয় ৩৫টি, তৃতীয় ৩৫টি, রিলে দৌড় ১৬টি, শান্তনা ১২০টি ও মেধাভিত্তিক ২১টি পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বাশার মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগি ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন ইউএনও কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী, হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল ও রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আবদুল মতিন।