আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকেঃ
স্বল্পন্নোত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আজ বুধবার হোমনায় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহকারি প্রধান শিক্ষিকা কামরুন নাহার,সিনিয়র সহকারি শিক্ষক মো.মনিরুল ইসলাম মমিন,সিনিয়র সহকারি শিক্ষিকা কামরুন নাহার,নাছির উদ্দীন,মোসাঃ শামীমা নাছরিন,মো.আব্দুছ ছালাম,শাহনাজ বেগম,মো.আমির হোসেন,সহকারি শিক্ষক মনিরুজ্জামান, ফেরদৌসী আক্তার, সুমী আক্তার, মো.লুৎফর রহমান, এস.এম মইনুল ইসলাম (মিশুক), মো.রফিকুল ইসলাম, মো.সজিব মিয়া,রাহিমা আক্তার, সেতু রানী, গ্রন্থাগারিক শাহিনুর আক্তার, নূর মোহাম্মদ অফিস সহকারি প্রমূখ।