তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকালে হোমনা ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সন্ধ্যায় কপিলমুনি বদ্ধভূমিতে আলোক প্রজ্জলন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আজিজুর রহমান মোল্লা ,হোমনা থানা অফিসার ইনচার্জ(ওসি) রসুল আহমদ নিজামী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, পৌর মেয়র অ্যাডভোকেট মো.নজরুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মোশারফ হোসেন, ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী, হোমনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।