তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া গ্রাম থেকে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে নিহতের বাড়ির পাশের আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মো. সাখাওয়াত হোসেনের স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শারমিন বাবার বাড়িতে তার বৃদ্ধা দাদির সঙ্গে ঘুমাতে যায়। কিন্ত আজ শুক্রবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী একটি আম গাছে তার লাশ ঝুলতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়।
জানা গেছে, গত ৭/৮ মাস আগে পার্শ্ববর্তী এলাকার সাখাওয়াত হোসেনের সঙ্গে পারিবারিকভাবে শারমিনের বিয়ে হয়। গত দুই মাস আগে তার স্বামী তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে কোন খোঁজখবর নেয় নি।