তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা ৪৫ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০১৬ এর ফাইনাল খেলা মঙ্গলবার বিকাল ৫ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও নিলখী উচ্চ বিদ্যালয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি ১-১ সমতা বিরাজ করায় ট্রাইবেকারে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ৪-১ গোলের ব্যবধানে নিলখী উচচ্ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাটি মাঠে বসে উপভোগ করেন হোমনা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী শহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ জনাব আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ,কে, এম, ছিদ্দিকুর রহমান আবুল, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা, পৌর মেয়র এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম ভূইঁয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো: আবুল কাশেম প্রধান, প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন লিটন প্রমুখ ।