ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

হোমনায় ছাত্রলীগকর্মী হত্যার প্রচেস্টাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন

তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ 

কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র হাছান হত্যা প্রচেষ্টাকারীদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২:০০ টা সময় রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রী ও অন্যান্য সাধারণ জনগণ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে ছাত্র-ছাত্রীগণ তাদের বক্তব্যে বলেন, যারা হাছান কে হত্যা করতে চেয়েছিল আমরা তাদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি। না হলে দিনের দিন সমাজে এসব অন্যায়-সন্ত্রাসবাদ বাড়তেই থাকবে। তাই দ্রুত এ অন্যায়কারীদের বিচার করে সমাজে শান্তি-শৃংখলা ফিরিয়ে আনার আহবান জানান। পরে তারা র্যালী নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর রবিবার উপজেলার আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেবের গণসংযোগে যাবার সময় কথিত মুক্তিযোদ্ধা চান্দের চর গ্রামের মৃত আব্দু বেপারীর ছেলে শামছু মিয়ার নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পূর্বপরিকল্পিতভাবে অটোরিক্সার গতিরোধ করে ছাত্রলীগ নেতা মো. হাসানকে এলোপাতারিভাবে কুপিয়ে হত্যা চেষ্ঠা করে। এতে অটোরিক্সা চালকও সন্ত্রাসীদের হামলায় গুরুতুর আহত হয়। পরে সন্ত্রাসীরা হাসানের নিথর দেহ রাস্তার ধারে ফেলে চলে যায়। খবর পেয়ে প্রতিবেশী ও পরিবারের লোকজন হাসানকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে তিনজনকে কুপিয়ে জখম বাড়ি ভাঙচুর

হোমনায় ছাত্রলীগকর্মী হত্যার প্রচেস্টাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন

আপডেট সময় ০১:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ 

কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র হাছান হত্যা প্রচেষ্টাকারীদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২:০০ টা সময় রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রী ও অন্যান্য সাধারণ জনগণ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে ছাত্র-ছাত্রীগণ তাদের বক্তব্যে বলেন, যারা হাছান কে হত্যা করতে চেয়েছিল আমরা তাদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি। না হলে দিনের দিন সমাজে এসব অন্যায়-সন্ত্রাসবাদ বাড়তেই থাকবে। তাই দ্রুত এ অন্যায়কারীদের বিচার করে সমাজে শান্তি-শৃংখলা ফিরিয়ে আনার আহবান জানান। পরে তারা র্যালী নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর রবিবার উপজেলার আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেবের গণসংযোগে যাবার সময় কথিত মুক্তিযোদ্ধা চান্দের চর গ্রামের মৃত আব্দু বেপারীর ছেলে শামছু মিয়ার নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পূর্বপরিকল্পিতভাবে অটোরিক্সার গতিরোধ করে ছাত্রলীগ নেতা মো. হাসানকে এলোপাতারিভাবে কুপিয়ে হত্যা চেষ্ঠা করে। এতে অটোরিক্সা চালকও সন্ত্রাসীদের হামলায় গুরুতুর আহত হয়। পরে সন্ত্রাসীরা হাসানের নিথর দেহ রাস্তার ধারে ফেলে চলে যায়। খবর পেয়ে প্রতিবেশী ও পরিবারের লোকজন হাসানকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।