মো. তপন সরকার, হোমনা (কুমল্লিার) প্রতনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভিটিভাসানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হেমনা থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ভিটিভাসানিয়া এলাকার একটি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির এক ছাত্রী বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিল। এ সময় ভিটিভাসানিয়া বাজারের চাল বিক্রেতা মোবারক হোসেনের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় ফুসলিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নেন। মোবারক হোসেন শিশুটির গাল ও বুকে কামড় দেন। এতে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয় এবং কেউ কিছু বুঝে উঠার আগোই তিনি দোকান থেকে সটকে পড়েন। এ সময় স্থানীয় কয়েকজন শিশুটিকে উদ্ধার করে তার পিতামাতার কাছে নিয়ে যান। পরে স্থানীয়ভাবে শিশুটির চিকিৎসা দেয় পরিবারের লোকজন। এ ঘটনায় বিকেল চারটার দিকে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
ছাত্রীর মামা বলেন, খারাপের উদ্দেশে মোবারক হোসেন আমার ছোট ভাগ্নিটার গাল ও বুকে কামড় দিয়েছে। তার চিৎকারে লোকজন চলে আসায় বড় অঘটন থেকে বেচে গেছে সে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রসুল আহমদ নিজামী বলেন, শিশুটির গাল ও বুকে কামড়ের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।