তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
রোজ শনিবার, ০৯ জানুয়ারী ২০১৬ ইং (মুরাদনগর বার্তা ডটকম)ঃ
কুমিল্লার হোমনা উপজেলায় বালুবাহী ট্রাক্টর চাপায় মো. বাছির মিয়া (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার ভিটি কালমিনা গ্রামের বাসিন্দা।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দুলালপুর ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার হোমনা-রামকৃষ্ণপুর সড়কের দুলালপুর এলাকা থেকে একটি বালুবাহী ট্রাক্টর একই উপজেলার দৌলতপুর গ্রামে যাচ্ছিল। এ সময় ব্রিজের উপরে চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে বাছির পা ফঁসকে নিচে পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।