তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
খেলাধূলায় বাড়ে বল মাদক ছেড়ে মাঠেচল এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদক-সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কুমিল্লার হোমনায় ইয়াং জেনারেশন ক্লাবের উদ্যোগে ডাবল ফ্রিজের ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টার সময় উপজেলার আছাদপুর ইউনিয়ন ঘনিয়ারচর (দ:) ওপেন স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে এখেলা অনুষ্ঠিত হয়।
খেলায় একি উপজেলার ভাসানিয়া কাশিপুর একাদশ উজানের কান্দীকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করে ভাসানিয়া কাশিপুর।
এতে প্রধান অতিথি ছিলেন, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ মেরী (সিআইপি) খেলায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমান আবুল, বিশেষ অতিথি বিশিষ্ট শিল্পপতি জনরণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.জহিরুল হক, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান, উপজোলার স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মহসীন সরকার প্রমূখ।
পরে আর কোন গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন উজানের কান্দী একাদশ। খেলার প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ফেডারেশন ভুক্ত রেফারি এম, এস হালিম,মো.ডালিম আহাম্মেদ,সহকারি রেফারি মো. বোরহান উদ্দিন, মো.আলাউদ্দিন, খেলা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন দলকে সাড়ে ১৪ ছিপ্টি ফ্রিজ তুলে দেন (সিআইপি) সেলিমা আহমাদ মেরী, রানার্সআপ দলকে সাড়ে ১০ছিপ্টি আরো একটি ফ্রিজ দেন।