তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকমঃ কুমিল্লার হোমনায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা।
শনিবার উপজেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন শেষে একটি মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা তনু হত্যার বিচার চাই, তনু আমার বোন, সমাজকে নিরাপদ করো মা-বোনকে রক্ষা করো বিভিন্ন স্লোগান দিতে দিতে আদর্শ হাই স্কুল মাঠে প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানে ঢুকে পড়ে।
এতে হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়, হোমনা ডিগ্রি কলেজ, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, হোমনা ইসলামিয়া আলিম মাদ্রাসা,খাদজি মমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়,কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা মিছিলে অংশগ্রহন করে|