হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
গ্রেফতার ও শাস্তির দাবিতে মাববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ শুক্রবার উপজেলার কাশিপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মো. হাতেম আলী, নাছির উদ্দিন, মো. শামীম, জামান মিয়া, দিনাজ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ভিটি ভাসানিয়া প্রভাতী কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। গত ২২ জুলাই দুপুর ১২টায় স্কুল শেষে ভিটি ভাসানিয়া বাজারের ব্যবসায়ী মোবারক হোসেনের (৪০) দোকানের সামনে দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় মোবারক মেয়েটিকে ডেকে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। মোবারক মেয়েটিকে ধর্ষণে ব্যর্থ হয়ে মেয়েটির গালে কামড় দেয়। নখ দিয়ে আঁচড়ে বুকে ক্ষত সৃষ্টি করে ফেলে।
স্থানীয়রা মেয়েটিকে চিকিৎসা দিয়ে তার মায়ের কাছে পৌঁছে দেয়। মেয়েটির মা রাশিদা বেগম মোবারক হোসেনকে একমাত্র আসামি করে হোমনা থানায় মামলা করেন।
থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, মেয়েটির গালে কামড়ের এবং বুকে নখের ক্ষত দেখা গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আসামি গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।