হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তাপ্তি চাকমা। তাপ্তি চাকমা এই প্রথম ইউএনও হিসেবে হোমনায় যোগদান করেন।
তিনি (তাপ্তি চাকমা) পার্বত্য খাগড়াছড়ি জেলার বাসিন্দা। তিনি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও খাগড়াছড়ি সরকারী কলেজ থেকে এইচএসসি ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ( নৃ বিজ্ঞান বিভাগে) এমএসএস করে ৩১ তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।
পরে ঢাকা বিভাগীয় কার্যালয়ে বদলী হন। পরবর্তীতে তিনি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।