মো. তপন সরকার, হোমনা (কুমিল্লার) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় দড়িচর উচ্চ বিদ্যালয় নামে নতুন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার বিকেলে দড়িচর ঐতিহ্যবাহী মাঠে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর । সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যামে বিদেশ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান কুমিল্লা২ (হোমনা তিতাস) আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) এমপি।
উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আওয়ামীলীগ সরকার বিগত দশ বছরে যা উন্নয়ন করেছে এ রকম উন্নয়ন অন্য কোন সরকারের সময়ে হয়নি। তিনি শিক্ষার্থীদের বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতি ও এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসাদুজ্জামান ,অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রহুল আমিন। উপজেলা আ’লীগের সদস্য খন্দকার মাহবুবুর রহমানএর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, ইউপি চেয়ারম্যান মো.মফিজুল ইসলাম গনি ,ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এলাকার সুধী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২নং ঘাগুটিয়া ইউনিয়নে কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় দীর্ঘদিনের দাবী এলাকাবাসির।
বর্তমান জাতীয় সংসদে প্রথম অধিবেশনে এর প্রয়োজনীয়তা উল্লেখ করে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বক্তব্য রাখেন । এর পর জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ইউএনও আজগর আলীর ঐকান্তির প্রচেষ্টায় ৩০ শতাংশ খাস ভূমি বিদ্যালয়ের নামে বন্দোবস্ত দেয়া হয় । স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি ও এলাকাবাসির সহযোগীতায় এ বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহন করেন।