মোর্শেদুল ইসলাম শাজুঃ
কুমিল্লার হোমনা উপজেলা নন-গেজেটেড কর্মচারী ক্লাবের পরিচিতি সভায় এমপি আমির হোসেন ভূঁইয়া বলেন, একটি সংগঠন মানুষকে বহুমূখী প্রতিভার দ্বার খুলে দিতে পারে। এর মাধ্যমে আমরা মেধা, শারীরিক ও মানসিক সমৃদ্ধি অর্জন করতে পারি। ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মব্যস্ত সারাদিন শেষে সদস্যরা ক্লাবে এসে শ্রান্তি নিয়ে ঘরে ফেরার জন্য একটি পরিপাটি পরিবেশ দরকার। এ জন্য একটি সুন্দর পরিবেশ উপহার দিতে চাই। তিনি ক্লাবের জরাজীর্ণ সিলিং মেরামত, ওয়াশরুম তৈরিসহ অন্যান্য উন্নয়নমূলক কাজের পাশাপাশি নতুন আসবাবপত্র দেওয়ারও ঘোষণা দেন।
সোমবার সন্ধ্যা সাত টায় ক্লাব মিলনায়তনে নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির প্রধান অতিথির বক্তৃতায় ক্লাবের উন্নয়নে এ ঘোষণা দেন।
প্রথমে ক্লাবের সদস্যরা এমপিকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে নব নির্বাচিত ১৫ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি তুলে ধরা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইসমাইল হোসেন সিরাজী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সেলিম, কমিটির সাবেক সভাপতি মাহবুব আলম, ক্লাবের নব নির্বাচিত সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
নির্বাচনের মাধ্যমে ইউএনও অফিসের মো. সাইফুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং হিসাব রক্ষণ অফিসের আবু ছায়েদকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।